ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পতিত সরকারের ষড়যন্ত্রকারীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, অক্টোবর ২০, ২০২৫
পতিত সরকারের ষড়যন্ত্রকারীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে: দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পতিত সরকারের ষড়যন্ত্রকারীরা প্রশাসন, পুলিশ ও শিক্ষকসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষকদের সজাগ থেকে কাজ করতে হবে।

কারণ শিক্ষকরা হচ্ছেন রাষ্ট্রের মেরুদণ্ড। তারাই একটি দেশের পরিবর্তন করতে পারেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০১ সালে আমি শেষ নির্বাচন করেছি। এই ২৪ বছর জাতীয় নির্বাচন করার আমি সুযোগ পাইনি। নির্বাচনের আগে আমাকে জেলখানায় রাখা হয়েছে। যেন আমি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি। পূর্বের নির্বাচনে যারা বিএনপি সমর্থক এবং বিএনপির পক্ষের সে সমস্ত শিক্ষকদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগের পক্ষের লোকজনকে বেছে বেছে তারা দায়িত্ব দিয়েছেন। কারণ প্রতিটি নির্বাচন ছিল চুরির নির্বাচন। ফ্যাসিবাদ আমলে যত নির্বাচন হয়েছে সব কারচুপির নির্বাচন ছিল।

তিনি বলেন, আপনারা শিক্ষকরা হচ্ছেন রাষ্টের মেরুদণ্ড। শিক্ষকদের ওপর দেশের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগে সাদা খাতা জমা দিলেও পাস করতো। একটু লিখলে জিপিএ-৫ পেত। দেশকে মেধাশূন্য করতে এ ব্যবস্থা করা হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন জন্য, কল্যাণের জন্য বলা হয়েছে। আগামী দিনে শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে কাজ করা হবে।

দুলু বলেন, বিএনপির শাসনামলে দেশে সন্ত্রাস ও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আবারও সেই শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। যে শিক্ষায় সু-শিক্ষিত হয়ে ছাত্ররা মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ পরিচালনা করবে।

নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে বক্তব্যে দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন আনু। এছাড়া বিএনপি ও জিয়া পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।