ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা অভিযানে সাত কেজি গাঁজাসহ ভাই-বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন- আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) ও বড় বোন আরিফা আক্তার (৩০)। তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৭টার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাত কেজি গাঁজাসহ ওই দুজনকে আটক করা হয়।
এসআরএস