লক্ষ্মীপুর: গোপলগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার গাড়িও আটকে দেয় অবরোধকারীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আড়াই ঘণ্টা ঝুমুর চত্বর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এসময় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও লক্ষ্মীপুর-রামগতি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়েছে।
এসময় উপস্থিত এনসিপি নেতা আব্দুল হামিদ খান, আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বায়েজিদ হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম-আহ্বায়ক আরিয়ান রায়হান, জান্নাতুন নাইমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ইব্রাহিম হোসেন প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, গোপালগঞ্জে এনসিপির জাতীয় নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় আমাদের এ কর্মসূচি। আমরা এই সন্ত্রাসী সংগঠনের বিচার চাই।
এসআরএস