ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

লালমনিরহাটে সরকারি দুই প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুলাই ৭, ২০২৫
লালমনিরহাটে সরকারি দুই প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়

লালমনিরহাটে সরকারি দুই প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর হাসপাতালের নার্স কোয়াটার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন- সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৭) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল ১১ বছর ধরে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মতো রোববারও রাতে বিদ্যালয়ে ছিলেন। সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা ৫ম শ্রেণি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।  

অপরদিকে দুপুরে স্থানীয়দের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়াটার থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।  

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, দুই সরকারি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।