ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিরাজগঞ্জের ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, এপ্রিল ২৭, ২০২৫
সিরাজগঞ্জের ৪ আসনে বাংলাদেশ খেলাফত
মজলিসের প্রার্থী ঘোষণা বক্তব্য দিচ্ছেন মামুনুল হক

সিরাজগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।  

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে দলটির আমির  আল্লামা মামুনুল হক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি সবাইকে খেলাফত কায়েমের জন্য রিকশা প্রতীকের পক্ষে সবাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  

প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (সদর ও কাজিপুর) মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ), মুফতি আহমদুল্লাহ সিরাজী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) মুফতি আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) মুফতি নজরুল ইসলাম।  

এর আগে সকাল ১১টার দিকে মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে দলটির সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে গণসমাবেশ শুরু হয়।  

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, যুগ্ম মহসচিব মুফতি শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা আবুল হাসানাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।