ঢাকার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
দূতাবাস সূত্র জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণে বাংলাদেশের জাতির হৃদয়ে যে গভীর বেদনার সঞ্চার হয়েছে, তা আমরা সবাই অনুভব করছি। এ প্রেক্ষাপটে দূতাবাসের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এতে কারও কোনও অসুবিধা হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, ‘July Beyond Borders’ ছিল একটি প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শনী, যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জুলাই মাসের ঐতিহাসিক ঘটনাবলীর চিত্র তুলে ধরার কথা ছিল। নতুন তারিখ পরে জানানো হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
আরবি