ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে প্যারিসে সমাবেশ ৯ সেপ্টেম্বর

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, সেপ্টেম্বর ৭, ২০২৫
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে প্যারিসে সমাবেশ ৯ সেপ্টেম্বর

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে প্যারিসে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশি নাগরিক পরিষদ। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে এই সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।

বিকেল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত সব বাংলাদেশিকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

প্রবাসী নেতাদের ভাষ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে প্রবাসীরা দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চান। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও তাদের সেই অধিকার কার্যকর হয়নি। বক্তাদের অভিযোগ, অতীতের কোনো সরকার এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। অথচ প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।

সব প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

বাংলাদেশ নাগরিক পরিষদের নেতা ইমরান আহমেদ বাংলানিউজকে বলেন, এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে আর কখনোই করা হবে না। তাই আমরা সব প্রবাসীদের আহ্বান জানাবো মঙ্গলবারের সমাবেশ সফল করার জন্য।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নিক। দ্রুত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করা হোক।

তারা মনে করেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন দেশে প্রবাসীরা দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। সর্বশেষ গত ৫ আগস্ট রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন প্রবাসীরা। তাই প্রবাসীদের দাবি আর উপেক্ষা করার সুযোগ নেই বলে মনে করছেন নেতারা।

উল্লেখ্য, প্রবাসী ভোটাধিকার প্রদানের দাবি দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। ইন্টেরিম সরকার আসার পর প্রবাসীদের পক্ষ থেকে এই দাবি আরও জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হলেও কম্যুনিটির নেতারা তা যথেষ্ট নয় বলে মনে করছেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।