বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর প্যারিসের স্তাঁ এলাকায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের হলে এ অনুষ্ঠান আয়োজন করে ফ্রান্স বিএনপি।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকন। এছাড়া ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আদর্শভিত্তিক রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তারা আরও উল্লেখ করেন, ছাপান্ন হাজার বর্গমাইলের মানুষকে এক সূত্রে গেঁথে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ভিত্তিতে একটি নতুন জাতি রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই তিনি এ দল প্রতিষ্ঠা করেছিলেন।
বক্তাদের মতে, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে শহীদ জিয়া ও বিএনপি এদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে আছে। তারা বলেন, যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চলবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ বিএনপির রাজনৈতিক আদর্শকে ধারণ করবে।
সভায় আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত ও ত্যাগে প্রতিষ্ঠিত বাংলাদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য দেশপ্রেমিক সব শক্তির ঐক্য আজ সময়ের দাবি।
জেএইচ