ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী আখেন 

সাগর আনোয়ার, জার্মানি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, সেপ্টেম্বর ২, ২০২৫
জার্মানিতে এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী আখেন 

জার্মানির ডুরেন শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫। জার্মানির বিভিন্ন শহরের দলগুলোর মধ্যে বাছাই পর্বের খেলা শেষে ৮টি শহরের ১০টি সেরা দলকে মূলপর্বে খেলার সুযোগ দেওয়া হয়।

এর মধ্যে পাকিস্তানের ৪টি, বাংলাদেশের ৪টি ও আফগানিস্তানের ২টি দল অংশগ্রহণ করে।  

রোববার (৩১ আগস্ট) রাইন-রুর স্পোর্টস ক্লাবের আয়োজনে রোমাঞ্চকর ফাইনালে আখেন স্টারস দল বন ব্লিটসকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়।

প্রথম দিনের সমাপনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বুন্ডেস্ট্যাগের (জাতীয় সংসদ) স্থানীয় সংসদ সদস্য থমাস রাসেল। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্লিনের ডেপুটি চিফ রাহাত বিন জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মিনিস্ট্রি অব স্পোর্টস-এর প্রধান থমাস কোনিস ও জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।  

রাইন-রুর স্পোর্টস ক্লাব ২০২২ সালে জার্মান সরকারের আনুষ্ঠানিক অনুদান লাভ করে। অনুমোদন প্রাপ্তির পর থেকে ক্লাবটি জার্মানিসহ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। চলতি বছর থেকে জার্মান সরকার ক্লাবটির জন্য একটি স্থায়ী স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে।

রাইন রুর ক্লাবের প্রতিষ্ঠাতা তরুণ বিজ্ঞানী ড. সাফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিবছরই আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি। আমরা ক্রিকেটকে জার্মানিতে দিন দিন জনপ্রিয় করছি। আর এই জনপ্রিয়তা তৈরির কারিগর বাংলাদেশি তরুণরা। ক্লাবটির সহ-প্রতিষ্ঠাতা মাহবুব উল্লাহ খান ও রফিকুল ইসলাম।  

দুই দিনব্যাপী ক্রিকেটের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশি মালিকানাধীন হোসিনো জাপানিজ রেস্টুরেন্ট, আখেন বাংলা বাজার ও ট্রাভেল এজেন্সি রাইন রাইজে বুরো।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।