জার্মানিতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৫। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ১০টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) জার্মানির ডুরেনে রাইন-রুয়র স্পোর্টস ক্লাবের আয়োজনে এই চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
রোববার ( ৩১ আগস্ট) বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলকারনাইন। উপস্থিত থাকবেন সিডিইউ নেতা রাসেল, জার্মান সরকারের ক্রীড়া প্রতিনিধি থমাস কোয়েনিগ, জার্মান-বাংলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হেলালসহ প্রমুখ।
রাইন-রুয়র স্পোর্টস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রবাসীদের ১০টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ সকাল থেকে খেলা শুরু হয়েছে। আশা করি করি, এই টুর্নামেন্ট ও ক্রিকেটের মাধ্যমে জার্মানিতে দক্ষিণ এশীয় ও বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
এনডি