ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ট্রেনে পেট্রোল বোমা, দগ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জানুয়ারি ২১, ২০১৫
ময়মনসিংহে ট্রেনে পেট্রোল বোমা, দগ্ধ ১

ময়মনসিংহ: গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা হামলা করেছে অবরোধ সমর্থকরা।

বুধবার (২১ জানুয়ারি) রাত নয়টার দিকে গৌরীপুর রেল কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।



গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে ‍বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় মজনু (৩৮) নামের এক হকার অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরীপুরের স্টেশন মাস্টার তারেক বাংলানিউজকে জানান, এ ঘটনায় একজন হকার দগ্ধ হয়েছেন। তবে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি ময়মনসিংহ থেকে যথারীতি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।