ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জকে আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জুলাই ১৮, ২০২৫
নারায়ণগঞ্জকে আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছেও দিতে চাই না।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর হাতে শহীদ হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত হলেও তাদের জন্য আমরা এখনো একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে। অথচ আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা চালিয়ে যেতে পারছেন না।

নাহিদ বলেন, আপনারা একসময় গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন, এখনো আপনাদের সেভাবে জেগে থাকতে হবে। এ যুদ্ধ তখনই শেষ হবে, যখন আমরা নতুন বন্দোবস্ত, অর্থাৎ জনগণের জন্য সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব।

জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়কসহ স্থানীয় নেতারা পথসভায় উপস্থিত ছিলেন।  

এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।