বাগেরহাট: বাগেরহাটে জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস স্টান্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে প্রদিবাদ সভায় মিলিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুহাম্মাদুল্লাহ‘র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারী হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শেখ নাসরুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতী তরিকুল ইসলাম , যুব নেতা মাওলানা মাহবুবুর রহমান, হুসাইন আহমাদ, আরমান হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি জুলাই যোদ্ধাদের ওপর সন্ত্রাসী হামলা, দেশব্যাপী খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে আওয়ামী দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এখন এমন অবস্থা হয়েছে যে, দিনের আলোতেও মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার অপরাধে। এটি জাতির জন্য অত্যন্ত হতাশাজনক।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য আনুপাতিক হারে তথা পিআর ভিত্তিক নির্বাচন দিতে হবে।
যদি সরকারের পক্ষ থেকে দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং পিআর ভিত্তিক নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন না করা হয়, তাহলে আমরা সারাদেশে আরও কঠোর, ব্যাপক ও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।
এমআরএম