ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

হিন্দুস্তান-আ. লীগের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জুলাই ১৮, ২০২৫
হিন্দুস্তান-আ. লীগের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: জাগপা

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, গত বছর আজকের এ দিনে অর্থাৎ ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার গণহত্যায় মেতে উঠেছিল। ডিজিটাল বাংলাদেশের প্রচার করা হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

আমরা সেদিন রাজপথে থেকে বলেছিলাম, আজও রাজপথ থেকে বলছি বাংলাদেশে মুজিববাদ, ফ্যাসিবাদ, হাসিনাবাদ, আওয়ামীবাদ সব ‘বাদ’ বাতিল।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৮তম দিন আজ ১৮ জুলাই হবিগঞ্জ পুরাতন হাসপাতাল রোড, টাউন হল, কোর্ট স্টেশনরোড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতারা বলেন, খুনি হাসিনা দেশের মানুষের রক্ত চুষে হিন্দুস্তানকে উপহার দিতো। হিন্দুস্তানের স্বার্থ রক্ষায় ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য খুনি হাসিনা হাজার হাজার মজলুম বাংলাদেশিকে বলি দিয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হাসিনামুক্ত বাংলাদেশে শেখ পরিবার ও আওয়ামী লীগের নাটক করার আর সুযোগ নেই। হিন্দুস্তান ও আওয়ামী লীগের সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

পথসভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাগপা সমন্বয়ক মো. লুৎফর রহমান, জেলা জাগপা নেতা বায়জিদ হাসান রবিন, মাহিম চৌধুরী, গাউস উদ্দীন তুষার, জেলা জাগপা ছাত্রলীগ নেতা শান্ত আরাফাত ও সৌরভ সূত্রধর।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।