ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

ত্রিশালে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জানুয়ারি ২১, ২০১৫
ত্রিশালে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সংবাদপত্রের বাসে আগুন দেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ও দুপুরে ত্রিশাল থানায় মামলা দু’টি দায়ের করা হয়।



ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দিনগত রাতে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ সমর্থনে মিছিল করে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এ অভিযোগে বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি শাহাবুল আলমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে বুধবার সকালে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র সরকার।

এছাড়া মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালের বগার বাজার এলাকায় জরুরি সংবাদপত্রের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ অভিযোগে বুধবার দুপুরে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় দুপুরে স্থানীয় আমিরবাড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও স্থানীয় যুবদল নেতা তৌফিককে (৩৫) আটক করেছে পুলিশ।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দু’মামলার অবশিষ্ট আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।