ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

লালবাগে ককটেল বিস্ফোরণে হাত উড়লো যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জানুয়ারি ২১, ২০১৫
লালবাগে ককটেল বিস্ফোরণে হাত উড়লো যুবকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী এলাকায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

তার ডান হাত উড়ে গেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার কিছু পরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হ্যাপি আক্তার সুমনি (১৩), তার খালাতো ভাই সাফরান আহমেদ রিপন (০৬) ও হ্যাপির মামা বাপ্পী (২০)। এরমধ্যে, বাপ্পীর ডান হাত উড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রিপন রাজধানীর ২৮৮/২ এলিফ্যান্ট রোড এলাকার নিজামুদ্দিন বাচ্চুর ছেলে। তার মা লিপি আক্তার জানান, হ্যাপিরা এক সময় কাঁটাবনে থাকতো। আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম। তাই হ্যাপির মাকে রিপন খালা বলে ডাকে। হঠাৎ সংবাদ পেলাম রিপন আহত হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানি না।

লালবাগ ডিভিশনের উপ-পুলিশ কমিশানার মফিজ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, তারা বাড়িতে বসে বোমা তৈরি করছিল। যে যুবকের হাত উড়ে গেছে সে নিজেই বোমা বানাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একটি টিম ওই বাসায় গিয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

লালবাগ জোনের এসি পেট্রোল মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, লালবাগ ঢাকেশ্বরী এলাকার ৩১/২ পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হ্যাপির বাবা বাংলানিউজকে জানান, তার মেয়ে আজিমপুর গালর্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

কেন, কীভাবে এ ঘটনা ঘটলো তিনি কিছুই বলতে পারেননি।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, পুলিশ, র‌্যাব ও ডিবির বোমা বিশেষজ্ঞ দল যৌথভাবে আলামত সংগ্রহের কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫, আপডেট: ১৭৩৮

** বংশালে ককটেলে আহত পোশাক কারখানা মালিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।