ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

ইলিয়াসের ব্যক্তিগত সহকারী ময়নুল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, জানুয়ারি ২১, ২০১৫
ইলিয়াসের ব্যক্তিগত সহকারী ময়নুল আটক ময়নুল হক

সিলেট : ‘নিখোঁজ’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী ময়নুল হককে আটক করেছে পুলিশ।
 
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর দরগা মহল্লায় হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিল থেকে তাকে আটক করা হয়।



চারদলীয় জোট সরকারের সময় সিলেট-২ আসনের এমপি ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী ছিলেন ময়নুল। পাশাপাশি তিনি সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

কোতোয়ালি মডেল থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়নুল হকের বিরুদ্ধে সিলেট ও গ্রামের বাড়ি বিশ্বনাথে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গণগ্রেফতার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদ, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেওয়ার দাবিতে জেলা ও মহানগর ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার সিলেটে সকাল-সন্ধ্যায় হরতাল ডাকা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।