ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

নাচোলে পৌর আ. লীগের সভাপতি সাবেক মেয়র ঝালু খাঁন ও সাবেক ভাইস চেয়ারম্যান বাবু আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, ডিসেম্বর ১৬, ২০২৪
নাচোলে পৌর আ. লীগের সভাপতি সাবেক মেয়র ঝালু খাঁন ও সাবেক ভাইস চেয়ারম্যান বাবু আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু এবং নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুকে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় আটক করেছে নাচোল থানা পুলিশ।  

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম পরদিন সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের এ ২ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ অক্টোবর রোববার নাচোলের ফতেপুর ইউপির মারকৈল গ্রামের বিএনপি নেতা এস্তাব আলী বাদী হয়ে ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে নাচোল থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু এবং সাবেক ভাইস চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে নাচোল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।