ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সৌদির পতাকা টাঙাতে গিয়ে দগ্ধ কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, নভেম্বর ২৬, ২০২২
সৌদির পতাকা টাঙাতে গিয়ে দগ্ধ কিশোর প্রতীকী ছবি

ঢাকা: কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সৌদি আরবের পতাকা টাঙাতে গিয়ে আরমান (১৪) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে আব্দুল্লাপুরে একটি খাবার হোটেলের তিন তলায় ঘটনাটি ঘটে।

ঘটনার পর তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরমানের মা মনোয়ারা বেগম জানান, তাদের বাসা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। সেখানে একটি খাবার হোটেলে কাজ করে আরমান। দুপুরে হোটেলের তিনতলার ছাদে বাঁশের সঙ্গে পতাকা টাঙানোর সময় পাশের বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই কিশোরের হাত ও মুখ দগ্ধ হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।