ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

 শেষ হলো দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, নভেম্বর ২৬, ২০২২
 শেষ হলো দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা

ফরিদপুর: ফরিদপুরে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। মেলার প্রতিপাদ্য ছিল `চতুর্থ শিল্প বিপ্লব ও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ।

শনিবার (২৬ নভেম্বর) রাতে মেলার শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অংশগ্রহণকারী স্টল মালিকদের সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল মাঠে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।  

শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক তা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।