ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সিংগাইরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, নভেম্বর ২৬, ২০২২
সিংগাইরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় মামলা করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- চর রাজনগর গ্রামের মো. আসাদ (২৫) ও মো. সুমন (৩০)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে ফুসলিয়ে বাড়ির পাশের বাঁশ ঝাড়ে নিয়ে যায় মো. আসাদ। এ সময় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পাশেই পাহারায় ছিলেন মো. সুমন নামে এক ব্যক্তি। এক পর্যায়ে ওই স্কুল ছাত্রী চিৎকার করলে এলাকার লোকজন তাকে উদ্ধার করেন। সেই সঙ্গে মো. আসাদকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরের দিন ধর্ষণ চেষ্টার সহযোগিতায় সুমনকেও আটক করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্ত দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।