ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, নভেম্বর ২৬, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক নামে এক শিশুর (৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আবু বকর ওই এলাকার হাসান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির লোকজন পাশের একটি বাড়ির টিউবওয়েলের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়।

পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তে দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে।

আবু বকরকে হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।