ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, নভেম্বর ২৩, ২০২২
গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

ঢাকা: বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমনটাই জানান সিইসি।

গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপ-নির্বাচনের মাঝপথে ভোট বন্ধের ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণাও দেন তিনি।

সেই কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তা নিয়েই এদিন জানতে চান সাংবাদিকরা।

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পরীক্ষা- নিরীক্ষা করছি, দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন কিচ্ছু বলবো না। ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ইইউডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।