ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

‘বৈষম্যবিরোধী’ ছাত্রনেতা রিয়াদের বাসায় কোটি টাকার চেক-এফডিআর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জুলাই ৩০, ২০২৫
‘বৈষম্যবিরোধী’ ছাত্রনেতা রিয়াদের বাসায় কোটি টাকার চেক-এফডিআর  ফাইল ছবি

রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক ও এফডিআরের কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসব নথিপত্রে থাকা বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

ধারণা করা হচ্ছে, এগুলো চাঁদাবাজির মাধ্যমে অর্জিত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা।

গত ১৭ জুলাই রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব সিদ্দিক গুলশানের একটি বাসায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। বাধ্য হয়ে জাফর তাদের ১০ লাখ টাকা দেন। ২০ জুলাই বিকেলে আবারো ৪০ লাখ টাকা নিতে গেলে গুলশান থানা পুলিশের অভিযানে রিয়াদসহ পাঁচজন গ্রেপ্তার হন।

গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় ছয়জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন  সিদ্দিক আবু জাফর।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে একের পর এক চাঁদাবাজির অভিযোগ আসছে। লিখিত অভিযোগ পেলে নতুন মামলা নেওয়া হবে।

এমএমআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।