ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামদার ভয় দেখিয়ে ছিনতাই, ২ ছিনতাইকারী জীবিত নেই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, সেপ্টেম্বর ১৩, ২০২৫
রামদার ভয় দেখিয়ে ছিনতাই, ২ ছিনতাইকারী জীবিত নেই

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক পথচারীর গতিরোধ করে চার যুবক রামদা দিয়ে কোপ দেওয়ার ভয় দেখিয়ে কাঁধের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ও হাতে থাকা কম্পিউটারের কিবোর্ড ছিনিয়ে নেয়। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত, মুখে সাদা মাস্ক পরা এক পথচারীর গতিরোধ করে চার যুবক। তাদের মধ্যে দুজনের হাতে ছিল রামদা, দুজনের মুখ ঢাকা, একজন কাপড় দিয়ে মুখ বেঁধেছিল আর অন্যজনের মুখ খোলা ছিল। এ সময় তারা পথচারীকে কোপ দেওয়ার হুমকি দিয়ে তার কাঁধের ব্যাগ, মোবাইল, মানিব্যাগ ও হাতে থাকা কিবোর্ড ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ভুক্তভোগীকে রামদা দিয়ে আঘাত করতেও দেখা যায়।

এ বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বাংলানিউজকে বলেন, ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত চার যুবকের মধ্যে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছে। একজন বর্তমানে পলাতক এবং আরেকজন অন্য একটি ছিনতাই মামলায় চিকিৎসা শেষে কারাগারে রয়েছে।


এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।