ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, নভেম্বর ১, ২০২২
গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হলেও ক্ষতির পরিমাণ ত্রিশ লক্ষাধিক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (০১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টানা দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ের বনফুল হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো- শাওন মেশিনারী, সততা মিলস অ্যান্ড মেশিনারী, আর এম ট্রেডার্স, শামীম ষ্টোর ও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অহন মটরস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ারে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও জানান, বিদুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।