কক্সবাজারের উখিয়া সীমান্তের একটি খাল থেকে একটি এসএলআর (অস্ত্র) এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অস্ত্র -গুলি উদ্ধার করে ৩৪ বিজিবির একটি টিম।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ এলাকার শূন্য লাইনের কাছে স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং একটি এসএলআরসহ ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এএটি