সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
আগের দিন কক্সবাজারে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢাকায় নিয়ে আসা হয়।
এমআইএইচ/এএটি