ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, আগস্ট ১৭, ২০২৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঢাকার ম্যাপ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক মোয়া বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

রোববার (১৭ আগস্ট) হাসপাতালে মৃত সালামের ভাই মো. মনিরাজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। বিভিন্ন জায়গায় ফেরি করে মুড়ির মোয়া বিক্রি করতেন। প্রতিদিনের মতো শনিবার দুপুরে মুড়ির মোয়া বিক্রির উদ্দেশে বাসা থেকে বের হন। রাত ১২টার দিকে তারা খবর পান খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। পরে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত মুগদা হাসপাতালে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রওশন ফেরদৌস জানান, রাতে খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ওই ব্যক্তি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষযটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।