ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ২০ সদস্যকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, অক্টোবর ১০, ২০২৫
জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ২০ সদস্যকে স্মরণ স্মরণ সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ সাংবাদিক নেতারা।

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ২০ সদস্যের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে পেশাজীবীদের এ সংগঠন।

শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণ সভার আয়োজন করে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি।

২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রয়াত হওয়া জাতীয় প্রেসক্লাবের ২০ জন সদস্যকে এ স্মরণ সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তারা হলেন, এন এম হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ এ জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

সভায় প্রয়াত সাংবাদিকদের স্বজনেরা ও জাতীয় প্রেসক্লাবের সদস্যরা তাদের স্মৃতি রোমন্থন করেন।

স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, আমরা আমাদের প্রয়াত সহকর্মীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের স্বপ্ন, আদর্শ, নিষ্ঠা ও ঐকান্তিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা তাদের পরম্পরা, তাদেরই ধারাবাহিকতা। আমাদের দায়িত্ব এ উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়া।

সভায় প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ বকতিয়ার রানা, নির্বাহী সদস্য এ কে এম মহসিন, কাজি রওনক হোসেন এবং প্রয়াত সাংবাদিকদের স্বজনেরা।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।