ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, অক্টোবর ৩১, ২০২২
আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখাউড়া রেল স্টেশনের আউটার এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরা হলেন- আখাউড়া উপজেলার রানীখার গ্রামের সৈয়দ মোশারফ হোসেনের ছেলে সৈয়দ রাসেল (৩৪), আখাউড়া পৌর শহরের রফিক মিয়ার ছেলে হেলাল মিয়া (২৭) ও শান্তিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে মো. রায়হান (২৫)।

গ্রেফতারদের কাছ থেকে টর্চলাইট ও ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া রাতে দুই মাদক কারবারিকেও আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান, স্টেশনের আউটার এলাকায় গতি কমিয়ে স্টেশনে ঢোকার সময় ওই তিন যুবক ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।