ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ‌‘অপারেশন রুট আউট’ অভিযানে গ্রেফতার ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, অক্টোবর ৩১, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে ‌‘অপারেশন রুট আউট’ অভিযানে গ্রেফতার ১৯ সংগৃহীত ছবি।

কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রুট আউট’ নামের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।  

এ অভিযানে রোববার (৩০ অক্টোবর) মধ্য রাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযানে আরও ১৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, শনিবার (১৯ অক্টোবর) গ্রেফতার করা হয় ৪১ জনকে।

এপিবিএন- ৮ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, সর্বশেষ উখিয়ার ক্যাম্প-১৪ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।  অভিযানে গ্রেফতার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার অপর ৭ জন অন্যান্য মামলার আসামি। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ফারুক।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।