ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ১৮, ২০২২
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকা মণ্ডল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকা ওই গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে খোকা তার ধানের জমিতে সেচ দিতে যান। এ সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।  প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পবিত্র কুমার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।