ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ মহাপরিচালকের দপ্তর রদবদল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, আগস্ট ২৮, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ মহাপরিচালকের দপ্তর রদবদল

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচজন মহাপরিচালকের (ডিজি) দপ্তর রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন রদবদল অনুযায়ী— উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে রাষ্ট্রাচার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি তিনি উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে শাহ্ আসিফ রহমানকে। সাধারণ সেবা অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন এ. এফ. এম. জাহিদ-উল-ইসলাম। পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবীর।

জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে এস. এম. মাহবুবুল আলমকে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।