ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টার আনা হলো ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ১৩, ২০২৫
সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টার আনা হলো ঢাকায়

ঢাকা: বান্দরবানে মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত রোববার (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিস্ফোরণে আহত হলে আক্তারকে রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।  

উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিজিবির হেলিকপ্টারযোগে আজ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে তাকে।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।