ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিসি মাসুদের কুশপুতুল পোড়ালেন প্রকৌশল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, আগস্ট ২৮, ২০২৫
ডিসি মাসুদের কুশপুতুল পোড়ালেন প্রকৌশল শিক্ষার্থীরা

পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুতুল আগুন দিয়ে পুড়িয়েছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর মৎস্য ভবন গোলচত্বরে এ ঘটনাটি ঘটে।

বিকেলে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেস ক্লাব, হাইকোর্ট অতিক্রম করে তারা মৎস্য ভবনে এসে অবরোধে বসেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) তারা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। পরদিন বুধবার (২৭ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবস্থান নিলে পুলিশি বাধার মুখে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।

শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি:  নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি নির্ধারণ। কোটাভিত্তিক বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি না দেওয়া।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।