গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেনটি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর জয়দেবপুর ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রেনের লাইনচ্যুত বগিটি লাইনে তুলে সরিয়ে নেওয়া হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরএস/আরআইএস