ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, অক্টোবর ১৮, ২০২২
যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতার মাদক কারবারি হলেন- মো. আবদুল্লাহ, মোহাম্মদদ আলী ও মো. আলম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহবুবুল হক সজীব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার স্প্রিড বার্ড সিএনজি স্টেশনের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন তিন মাদক কারবারি। এমন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।