ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, অক্টোবর ১৬, ২০২২
পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ফাইল ফটো

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যক্ত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরন (সেলোবেলো) গ্রামের ফয়জুল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী বাগজানা ইউনিয়নের ইউপি সদস্য নওশাদ আলী বলেন, ওই যুবক স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভাটায় কাজ শেষে ক্লান্ত শরীরে, সন্ধ্যায় তিনি রেললাইনের ওপর বসেছিলেন।  

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘনুটা, অক্টোবর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।