ঢাকা: হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার জন্য প্রস্তুতকৃত সমন্বিত সমীক্ষার খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। এ খসড়া প্রতিবেদন নিয়ে সরকারি-বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dbhwd.gov.bd) ‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার জন্য সমন্বিত সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া প্রতিবেদনটি নিয়ে মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা বা কোনো ব্যক্তি মতামত বা পরামর্শ দিতে চাইলে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে dbhwd.hmp@gmail.com এ ঠিকানায়।
এছাড়া মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২ গ্রিন রোড, ঢাকা এই ঠিকানায় ডাকযোগেও মতামত পাঠানো যাবে।
এসকে/এসআইএস