ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, অক্টোবর ২২, ২০২৫
সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

ঢাকা: জাতীয় নিরাপদ সড়ক দিবসে ‘সড়ক নিরাপত্তা আইন’ দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন তরুণরা।  

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আয়োজিত জাতীয় প্রোগ্রামে এ দাবি তোলেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্যরা।

তরুণদের দাবি, সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলো তরুণরা এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে রোডক্রাশ বা সড়ক দুর্ঘটনা।

এ বছর নবমবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য— ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। ’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ দিবসের র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে তরুণরা আরও বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে নিরাপদ সড়ক সংক্রান্ত আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।

তারা স্মরণ করিয়ে দেন, সম্প্রতি মরক্কোয় অনুষ্ঠিত গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকার ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ২০২৬ সালের মধ্যে গতিসীমা ব্যবস্থাপনা নির্দেশিকা ও মানসম্মত হেলমেট ব্যবহারের গাইডলাইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। সে প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন চায় দেশের তরুণ প্রজন্ম।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার বেশিরভাগই মোটরসাইকেল সংশ্লিষ্ট—যা প্রায় ৪৩ শতাংশ। এর মূল কারণ যানটির বেপরোয়া গতি ও চালকদের অসচেতনতা। গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনার প্রায় ৯০ শতাংশ ঘটে চালকের অতিরিক্ত গতির কারণে।

এ বাস্তবতা তুলে ধরে তরুণরা বলেন, জাতীয় দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সঙ্গতি রেখে শুধু নিরাপত্তা আইন নয়, দ্রুত গতিসীমা ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।