ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ১৬, ২০২২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার মস্তফাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত বালা (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত বালা মস্তফাপুরের বড় বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, দুপুরে মস্তফাপুরের হর্টিকালচার অফিসের সামনের রাস্তায় বেকারির খাবার সরবরাহকারী ভ্যানচালক সুশান্ত বালাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুশান্ত বেকারির খাদ্যসামগ্রী নিয়ে ভ্যান চালিয়ে রাজৈরের দিকে যাচ্ছিলেন। পুলিশের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।