ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে রেললাইনে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, অক্টোবর ১৩, ২০২২
জয়পুরহাটে রেললাইনে পড়েছিল যুবকের মরদেহ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে জয়পুরহাট রেলওয়ে বিভাগকে খবর দেন।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার তেঘর পাল পাড়া এলাকায় ভোরে স্থানীয়রা হাটতে গিয়ে রেললাইনের ওপরে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় রেল বিভাগকে খবর দেন।

রেলওয়ের জয়পুরহাট থেকে জামালগঞ্জ ৭ কিলোমিটার দায়িত্ব পালনকারী গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, বুধবার (১২ অক্টোবর) কোনো এক ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এফআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।