ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব ১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধে জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
এ অবস্থায় র্যাব-১ এর গোয়েন্দা ও আভিযানিক দল নিয়মিত চেকপোস্ট ও অভিযানের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে কাজ করছে। এর অংশ হিসেবে রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মাইক্রোবাসে থাকা চারজনকে আটক করা হয়। তারা হলেন, মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০) ও মো. পিয়ার হোসেন (৪২)। তাদের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দুটি ওয়ান শ্যুটার, দুটি কার্তুজ, চারটি মোবাইল ফোনসহ সিম কার্ড। এছাড়া নগদ ৪২ হাজার টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারদের ব্যাপারে আরো আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এজেডএস/আরআইএস