ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, সেপ্টেম্বর ৮, ২০২৫
মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র ও ম্যাগাজিনসহ মো. আবু হানিফ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। তার হেফাজত থেকে একটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানা সূত্রের বরাত দিয়ে ডিসি তালেবুর জানান, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনসহ আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।

পরে একই দিনে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন দাউদপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবু হানিফ গত ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রটি দুষ্কৃতির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।