ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চালককে খুন করে অটোরিকশা বেচতে গিয়ে গ্রেপ্তার ২ ছিনতাইকারী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ৮, ২০২৫
চালককে খুন করে অটোরিকশা বেচতে গিয়ে গ্রেপ্তার ২ ছিনতাইকারী

রাজধানীর বাড্ডায় মাসুদ ওরফে কাজল (৪২) নামের এক চালককে খুন করে ব্যটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে নিহতের অটোরিকশাটি বেচতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দুই ছিনতাইকারী।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়া এলাকায় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের শ্যালক সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। তিনি থাকতেন ভাটারার ফাসেরটেক এলাকায়। তিন সন্তান ও স্ত্রী গ্রামে থাকেন। ঢাকায় ভাড়ায় চালিত অটোরিকশা চালাতেন মাসুদ।

তিনি জানান, রোববার বিকেলে নতুনবাজার এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন মাসুদ। এরপর আর বাসায় ফেরেননি। রাতে দুই যুবক তার অটোরিকশা নিয়ে বিক্রির জন্য ওই একই গ্যারেজে গেলে গ্যারেজ মালিক (নারী) নিজের রিকশা দেখে চিনে ফেলেন। তখন তাদের কাছে জানতে চান, ওই রিকশাচালক মাসুদ কোথায়? তখন তারা কোন উত্তর দিতে পারে না। রিকশাটি তাদের নিজের বলে দাবি করে। তখন গ্যারেজ মালিকসহ স্থানীয়রা তাদের দুইজনকে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, বাড্ডার কাঁঠালদিয়া এলাকায় রিকশাচালককে মেরে ফেলে রেখে এসেছে। পরবর্তিতে আজ দুপুরে সেখান থেকে মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অটোচালককে খুনের পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে দুই ঘাতক। তাদের দেখানো মতেই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।