গণমাধ্যমের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা সরকার। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (০৮ সেপ্টেম্বরা) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এটা এতোটাই জটিল একটা প্রক্রিয়া, সময় যদি পাই, করে দিয়ে যেতে পারব। আর যদি নাও করে দিতে দিয়ে যেতে পারি, একটা পর্যায়ে রেখে দিয়ে যাব, পরে যারা আসবে, তাদের কাছ থেকে আপনারা বুঝে নেবেন।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের অনেক তথ্য, অনেক গল্প এখনও আমরা জানি না। ঢাকায় ও ঢাকার বাইরে স্থানীয়ভাবে গণঅভ্যুত্থানের অনেক শহীদ, অনেক আহত রয়েছেন, তাদের লড়াইয়ের গল্প আপনারা তুলে আনবেন।
উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। আশা করি তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারব।
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ আরও অনেকে।
এসকে/আরএইচ