ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাশুড়ির হাত ভেঙে দেওয়ার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, অক্টোবর ৩, ২০২২
শাশুড়ির হাত ভেঙে দেওয়ার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে মারধর করে শাশুড়ির হাত ভেঙে দেওয়ার অভিযোগে নিলুফা ইয়াসমিন নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টায় বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুকসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নিলুফা ইয়াসমিন উপজেলার আট নম্বর খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের ফরিদ আহমেদের স্ত্রী। ফরিদ আহমেদও গ্রেফতারি পরোয়ানাভুক্ত, বর্তমনে তিনি পালিয়ে রয়েছেন।

এসআই ওমর ফারুক জানান, প্রায় দুই মাস আগে নিলুফা ইয়াসমিন তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এমন অভিযোগ এনে আম্বিয়া হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে রোববার রাতে নিলুফা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর স্বামী নামেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পলাতক রয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।