ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

পল্টনে ছাত্রদল-পুলিশ হট্টগোল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ফেব্রুয়ারি ৬, ২০২২
পল্টনে ছাত্রদল-পুলিশ হট্টগোল

ঢাকা: রাজধানীতে ছাত্রদল-পুলিশ হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কিছু মানুষ জড়ো হয়ে তাদের ওপর হামলার করে। এসময় নিরাপত্তার স্বার্থে ও হামলকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে অতর্কিতে দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে দলীয় কার্যালয়ের ভিতরে অবস্থান নেয়।

এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।