ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

সর্বশেষ পে স্কেলে বেতন ছিল সর্বোচ্চ ৭৮ হাজার, সর্বনিম্ন ৮২৫০ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুলাই ২৪, ২০২৫
সর্বশেষ পে স্কেলে বেতন ছিল সর্বোচ্চ ৭৮ হাজার, সর্বনিম্ন ৮২৫০ টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো।

ঢাকা: দেশে সর্বশেষ ২০১৫ সালে সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম বেতন কাঠামো ঘোষণা করে সরকার। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার কথা।

অষ্টম জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত নয় বছরে বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় ৭০ শতাংশের মতো বেড়েছে। এর বিপরীতে সরকারি চাকরিজীবীদের নয় বছরে পাঁচ শতাংশ হারে মোট ৪৫ শতাংশ বেতন বেড়েছে। অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ বেতন স্কেল ছিল (গ্রেড-১) ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা।

এদিকে আজ নয় বছর পর জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ নতুন বেতন কমিশন গঠন হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এ বেতন কমিশনের প্রধান হবেন। বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

জানা গেছে, সরকারি চাকরি ২০ গ্রেডে চারটি শ্রেণিতে বিভক্ত। এরমধ্যে প্রথম শ্রেণি ১ম থেকে ৯ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণি হলো ১০ম গ্রেড শুধু ১০ম গ্রেডই দ্বিতীয় শ্রেণি। ১১ থেকে ১৬তম গ্রেড তৃতীয় শ্রেণি এরপর ১৭ থেকে ২০তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণি।

১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসাররা তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার ওপরে আছে সচিব/মুখ্য সচিব।

এছাড়া পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৭ ধরনের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।

নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয় ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডাররা প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন-ক্যাডাররা যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন-ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।

সরকারি যে কোনো অফিসে চার ধরনের স্টাফ থাকে। যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নিচে কর্মকর্তা তার নিচে কর্মচারী। এদের মাঝে ১ম, ২য় এদের গেজেটেড কর্মকর্তা বলা হয়। ৩য় শ্রেণির যারা তারাও হলো কর্মকর্তা। ৪র্থ শ্রেণির যারা তারা হলো কর্মচারী।

প্রথম শ্রেণি মানেই ন্যূনতম ৯ম গ্রেড আর দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড। আর সব ডিপার্টমেন্টের সহকারী পরিচালক প্রথম শ্রেণির। বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।

পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।

প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সব ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির। অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিয়ন।

অষ্টম জাতীয় পে স্কেলে ২০টি গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও, এই স্কেলের বেতন ভাতাসহ অর্থের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার টাকা। একইভাবে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।

প্রথম স্কেলে বাড়ি ভাড়া করা হয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বা ৪০ হাজার টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা, উৎসব ভাতা ১৩ হাজার ৩৩ টাকা, আপ্যায়ন ভাতা ৩ হাজার টাকা ও শিক্ষা ভাতা ২ হাজার টাকা করা হয়েছে।

একইভাবে সর্বনিম্ন স্কেলের বাড়ি ভাড়ার করা হয়েছে ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা ও টিফিন ভাতা ৩০০ টাকা।

এক নজরে অষ্টম জাতীয় বেতন স্কেল ২০১৫।

গ্রেড-১: বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত)।

গ্রেড-২: বেতন শুরু ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা। এরমধ্যে ইনক্রিমেন্ট ধাপ রয়েছে চারটি।

গ্রেড-৩: বেতন শুরু ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ সাতটি।

গ্রেড-৪: বেতন শুরু ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ নয়টি।

গ্রেড-৫: বেতন শুরু ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১১টি।

গ্রেড-৬: বেতন শুরু ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৩টি।

গ্রেড-৭: বেতন শুরু ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৬টি।

গ্রেড-৮: বেতন শুরু ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৬০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।  

গ্রেড-৯: বেতন শুরু ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১০: বেতন শুরু ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১১: বেতন শুরু ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩২ হাজার ২৪০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১২: বেতন শুরু ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৩: বেতন শুরু ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৪: বেতন শুরু ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৫: বেতন শুরু ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৬: বেতন শুরু ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৭: বেতন শুরু ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৮: বেতন শুরু ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-১৯: বেতন শুরু ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫৭০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

গ্রেড-২০: বেতন শুরু ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। ইনক্রিমেন্ট ধাপ ১৮টি।

প্রসঙ্গত, বর্তমানে ২২ লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বেতন পান। এর মধ্যে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরাও আছেন। এদের পেছনে বেতন-ভাতা বাবদ বছরে খরচ হয় ৬৫ হাজার কোটি টাকা। এর বাইরে পেনশনে খরচ হয় আরও ২০ হাজার কোটি টাকা।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।